মস্কোতে আবাসিক ভবনে আগুন, নিহত ৫
রাশিয়ার মস্কোতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন মারা গেছেন। জরুরি পরিষেবার বরাত দিয়ে শনিবার (২৯) ভোরে রাশিয়ার বার্তা সংস্থা তাস এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
তাসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে বালাশিখার শহরতলির ওই আবাবসিক ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা। পুড়ে যাওয়া দোতলা ভবনটি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন তারা।
জরুরী পরিষেবার বরাতে তাস বলেছে, আবাসিক ওই ভবনটিতে মূলত বিদেশি অভিবাসী শ্রমিকরা থাকতেন।
এখনও মৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।