মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

মাদারীপুর পৌরসভার ১৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা

মাদারীপুর প্রতিনিধি / ১৭৯ Time View
Update : রবিবার, ৩০ জুন, ২০২৪

মাদারীপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে ১৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রোববার (৩০ জুন) সকালে পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ।

মাদারীপুর পৌরসভার ১৪৯তম বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১শ’ ৩৮ কোটি ৫০ লাখ ৭ হাজার ৭শ’ ৩৭ টাকা। ব্যয় দেখানো হয়েছে ১শ’ ৩৮ কোটি ৭ লাখ টাকা। আর উদ্বৃত্ত রাখা হয়েছে ৪৩ লাখ ৭ হাজার ৭শ’ ৩৭ টাকা।

এদিকে গত অর্থবছরে এ বাজেটের পরিমাণ ছিল ১শ’ ১৯ কোটি ৫৭ লাখ ২১ হাজার ৯শ’ ৫১ টাকা।
নান্দনিক পৌরসভা গড়ার লক্ষ্যে এবারের বাজেটে বনায়ন, ময়লা আবর্জনার ডাম্পিং জোন নির্ধারণ, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যখাতেও উন্নয়ন ধরা হয়েছে।

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, মাদারীপুর সচেতন নাগরিক (সনাক) কমিটির সভাপতি খান মোঃ শহীদ, পৌরসভার সচিব খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস, কাউন্সিলরসহ সমাজের বিভিন্নস্তরের মানুষ।

 

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর