বড় পরাজয়ের মুখে ম্যাক্রোঁর জোট!
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রথম ধাপের নির্বাচনে প্রায় ৩৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থান দখল করতে যাচ্ছে মেরিন লে পেনের কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র্যালি (আরএন)। আর প্রায় ২৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হতে পারে বামপন্থি দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট।
আজ রোববার জাতীয় পরিষদের প্রথম ধাপের ভোট গ্রহণ হয়। ইপসোসসহ চারটি সংস্থার বুথফেরত জরিপে এমন চিত্র উঠে এসেছে। দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে ৭ জুলাই।
ফ্রান্সের জাতীয় পরিষদের নির্বাচন সাধারণত প্রেসিডেন্ট নির্বাচনের পরে অনুষ্ঠিত হয়। কিন্তু গত ২২ বছরের মধ্যে এবারই প্রথম প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই হচ্ছে জাতীয় পরিষদ নির্বাচন।
ফ্রান্সের জাতীয় পরিষদে ৫৭৭ আসন রয়েছে। আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য একটি দলের প্রয়োজন ২৮৯ আসন। এর আগে জনমত জরিপেও ম্যাক্রোঁর জোট ভোটে খারাপ করতে পারে বলে আভাস পাওয়া গিয়েছিল। তবে কারা সরকার গঠন করতে যাচ্ছে, তা জানতে দ্বিতীয় ধাপের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ম্যাক্রোঁ মূলত নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থিদের কাছে ধরাশায়ী হয়ে তড়িঘড়ি করে ফ্রান্সে জাতীয় পরিষদের নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ফ্রান্সের ডানপন্থি আরএন দলটি ৩২ শতাংশ ভোট পেয়েছিল যেখানে ম্যাক্রোঁর রেনেসাঁ দলটি পেয়েছিল মাত্র ১৪ শতাংশ ভোট।
সোনালী বার্তা/এমএইচ