বারিতে কৃষি গবেষণা ও উন্নয়নে কৌশলগত পরিকল্পনা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগ এর আয়োজনে (০৪ এপ্রিল ২০২৪ খ্রি.) এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে কৃষি গবেষণা ও উন্নয়নে কৌশলগত পরিকল্পনা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন পার্টনার প্রোগ্রামের কর্নসালটেন্ট প্রফেসর মঈনুস সালাম; ড. কবির ইকরামুল হক; ড. শমসের আলী; বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম; পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ; পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান; পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম; পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ। এছাড়াও বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনালী বার্তা/এমএইচ