বৈশ্বিক জরিপেও বেড়েছে টি-টোয়েন্টির মান
ওয়ানডে বিশ্বকাপকেই ক্রিকেটের আসল বিশ্বকাপ বলা হয়। কয়েক বছর আগেও এর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। কিন্তু দিন বদলের সঙ্গে সঙ্গে
বদলে যাচ্ছে গেছে ক্রিকেটের ধরনও।
ধীরে ধীরে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করে চলছে সংক্ষিপ্ত সংস্করণের খেলা। অর্থাৎ ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে টি-টোয়েন্টির জনপ্রিয়তা খুব দ্রুতই বেড়ে চলছে।
কয়েক বছর পরপরই ক্রিকেটারদের নিয়ে এ ধরনের জরিপ চালিয়ে যাচ্ছে সংস্থাটি। সর্বশেষ ২০১৯ সালে করা জরিপে ১৫ শতাংশ ভোট পেয়েছিল টি-টোয়েন্টি। সেবার ৮৫ শতাংশই ওয়ানডে সংস্করণকে এগিয়ে রেখেছিলেন। এবার সংখ্যাটা কমে গিয়ে বেড়েছে টি-টোয়েন্টির জনপ্রিয়তা।
তাদের বেশিরভাগেরই ভোট পড়েছে টি-টোয়েন্টির দিকে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি ডব্লিউসিএ বা ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (সাবেক ফিকা) করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। পেশাদার ক্রিকেটারদের মধ্যে পরিচালিত এই জরিপে বিশ্বের ১৩ দেশের মোট ৩৩০ জন ক্রিকেটার অংশ নিয়েছেন।
পাঁচ বছর পর করা এই জরিপে ৩৫ শতাংশ ভোট পেয়েছে টি-টোয়েন্টি। আর ওয়ানডের জনপ্রিয়তা কিছুটা কমে এখন ৫০ শতাংশে দাঁড়িয়েছে। বাকি ১৫ শতাংশের কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বই বেশি প্রধান্য পেয়েছে।
জরিপের ফল বলছে, ধীরে ধীরে টেস্ট ও ওয়ানডের জনপ্রিয়তা কমে আসছে। বিশেষ করে বিশ্বজুড়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট অতিমাত্রায় জনপ্রিয়তা পাওয়ায় অন্য দুই সংস্করণের প্রতি মানুষের আগ্রহ কমেছে।
সোনালী বার্তা/এমএইচ