সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

ভারতের ট্রানজিট নিয়ে বিএনপি মিথ্যা তথ্য দিয়ে উস্কানি দিচ্ছে: আরাফাত

নিজস্ব প্রতিবেদক / ১১৪ Time View
Update : সোমবার, ১ জুলাই, ২০২৪

ভারতের ট্রানজিট নিয়ে বিএনপি মিথ্যা তথ্য দিয়ে উস্কানি দিচ্ছে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন গতকাল মির্জা ফখরুল ইসলাম যা বলছেন তা ডাহা মিথ্যা কথা। সমঝোতা স্মারক না পড়েই তিনি এসব বলছেন।

এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমই শুধু নয়, কিছু মূলধারার মিডিয়াও অপপ্রচারের সাথে যুক্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী।

সোমবার (সচিবালয়ে) সাংবাদিকদের ব্রিফিংকালে এ অভিযোগ করেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, গতকাল মির্জা ফখরুল ইসলাম যা বলছেন তা ডাহা মিথ্যা কথা। সমঝোতা স্মারক না পড়ে তিনি এসব বলছেন।

আরাফাত বলেন, ভারতের সাথে বিষয়টি হলে আঞ্চলিক কানেক্টিভিটির বিষয়। এটা একক কোনো দেশের লাভের বিষয় না। সমঝোতা স্মারকের পুরো বিষয়টি উল্লেখ না করে তারা মিথ্যাচার করছেন। সরকারের নতজানু হওয়ার কথা বলছেন।

বাংলাদেশের বুক চিরে ভারতকে ট্রানজিট দেয়া হয়েছে এমন কথা বলে বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, দুই দেশই ব্যবসায়ীকভাবে উপকৃত হবে এই সমঝোতার মাধ্যমে। কিন্তু বিএনপি মিথ্যা তথ্য দিয়ে উস্কানি দিচ্ছে, এতে নিরাপত্তার ঝুঁকিতে পড়তে পারে দেশ।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ভারতের সাথে রেলের যে সমঝোতা স্মারক হয়েছে এটা প্রাথমিক আলোচনার পর্যায়ে আছে। মাশুল বা ফি কী হবে সেটা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। পুরোটাই একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর