মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

মাস্ক নিয়ে এমবাপ্পে নিজেই বিরোক্ত

স্পোর্টস ডেস্ক / ১৯৪ Time View
Update : সোমবার, ১ জুলাই, ২০২৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে নাকের ইনজুরির কারণে বাধ্য হয়েই মাস্ক পরে খেলতে হচ্ছে এমবাপেকে। পরবর্তীতে যাতে নাকে কোন সমস্যা না হয় সে কারণেই তাকে এটি পরতে হচ্ছে। এর আগে দিদিয়ের দেশম জানিয়েছিলেন মাস্ক পরে অখুশি এমবাপে। এবার তিনি নিজেই জানালের এই জিনিসের উপর বিরক্তির কথা।

টুর্নামেন্টে মাত্র এক গোল করতে পেরেছেন এমবাপে। বেলজিয়ামের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলন এসে মাস্কের উপর নিজের বিরক্তির কথা জানান তিনি৷ আমি কখনোই ভাবিনি এটা পরতে হবে। কিন্তু মাস্ক পরে খেলাটা নিঃসন্দেহে ভয়াবহ। এটা প্রচণ্ড বিরক্তিকর। তবে মাস্ককে আমি ধন্যবাদ জানাই।

মাস্ক নিয়ে কেন বিরক্ত এমন প্রশ্নে এমবাপে বলেন, এটা সত্যিই কষ্টসাধ্য। এটা আপনার দেখার সীমাকে কমিয়ে আনবে যে কারণে আপনাকে থেমে তারপর দৌঁড়াতে হবে। এভাবেই আমার টুর্নামেন্ট চলে যাচ্ছে। আমি হয়ত এভাবেই খেলতে পারব এখন।

ইউরোতে শেষ ম্যাচে একরকম মাস্ক দেখা গিয়েছিল পরতে এমবাপেকে এখন অন্যরকম মাস্ক পরতে দেখা যাচ্ছে। এ বিষয়ে এমবাপে বলেন৷ আমাকে প্রত্যেকবারই পাল্টাতে হচ্ছে কারণ প্রত্যেকবারই মনে হচ্ছে কোন একটা কিছু ঠিক নেই।
বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে সোমবার রাত একটায় মাঠে নামবে এমবাপের ফ্রান্স।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর