মোদির সফরে রাশিয়া ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক গভীর হবে: ক্রেমলিন

রুশ প্রেসিডেন্ট পুতিনের কার্যালয় ক্রেমলিন বলেছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মস্কো সফরে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে।আজ মঙ্গলবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মোদির রাশিয়ার সফরের তারিখ এখনও ঘোষণা করেনি ক্রেমলিন। যদিও গত মাসে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, জুলাই মাসে এই সফর অনুষ্ঠিত হবে।
পেসকভ বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এমন বৈঠকে সব সময় সর্বোচ্চ গুরুত্ব পায়। এছাড়া আমাদের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা প্রধান ইস্যু হিসেবে আলোচিত হবে। যেসব বৈচিত্র্যপূর্ণ খাতে আমাদের সহযোগিতা বাড়ানোর দ্বিপক্ষীয় সম্মতি রয়েছে সেগুলো নিয়েও আলোচনা হবে। এটিই হলো মূল বিষয়।
তিনি বলেছেন, আমি আরও একবার নিশ্চিত করতে পারি যে, সফরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি খুব গুরুত্বপূর্ণ সফর।
তিনি বলেছেন, পুতিন ও মোদির একটি খুব আস্থাপূর্ণ সম্পর্ক রয়েছে।
সোনালী বার্তা/এমএইচ