চাটগাঁ ভাষা পরিষদ- ঢাকার আহবায়ক কমিটি গঠিত

চাটগাঁ ভাষা পরিষদ এর ঢাকার শাখা কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা ২ জুলাই ২০২৪ মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০ঘটিকায় চট্টগ্রাম সমিতি ঢাকার সম্মেলন কক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ( ভারপ্রাপ্ত) বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মোহাম্মদ জকরিয়ার সভাপতিত্বে আনুষ্ঠিত হয়।
সভায় সংগঠন এর লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী ।
মতবিনিময় সভার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর ডেপুটি এটর্নিজেনারেল এ্যাডভোকেট আবুল হাশেম, বিশিষ্ট রাজনীতিবিদ, গণমাধ্যম ও সংস্কৃতিক ব্যাক্তিত্ব মুহাম্মদ আতা উল্লাহ খান, বিশিষ্ঠ শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যাপক আজিজ আহমদ শরীফি, বিটিভি ও বেতারের বিশিষ্ঠ সংগীত শিল্পী ওস্তাদ জামাল হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবি এ্যাডভোকেট নুরুল আলম, এ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মান্নান, এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান চৌধুরী মঞ্জু, এ্যাডভোকেট ফজলুল করিম রিমন প্রমূখ।
উপস্থিত ঢাকাস্থ চাটগাঁ বাসির মতামত এবং সর্ব সম্মতিক্রমে ডক্টর মোহাম্মদ জকরিয়াকে আহবায়ক এ্যাডভোকেট আবুল হাশেম, মুহাম্মদ আতা উল্লাহ খান, অধ্যাপক আজিজ আহমদ শরীফিকে যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবি এ্যাডভোকেট মিজানুর রজমান চৌধুরী মঞ্জুকে সদস্য সচিব করে চাটগাঁ ভাষা পরিষদ – ঢাকা এর একটি আহবায়ক কমিটি গঠিত হয়।
আহবায়ক কমিটির সম্মানিত সদস্যগন হলেনওস্তাদ জামাল হাসান, এ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মান্নান, এ্যাডভোকেট ফজলুল করিম রিমন, মোঃ সোহেল, আশরাফুল রহমান ফরহাদ।
সোনালী বার্তা/এমএইচ