মাদারীপুরে গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
প্রেম করে বিয়ে, এরপর কোলজুড়ে আসে ফুটফুটে একটি কন্যা সন্তানও। কিন্তু স্বামী বিদেশে চলে যাবার পর খুটিনাটি বিষয় নিয়ে গৃহবধুর উপর শুরু করে অত্যাচার-নির্যাতন। শেষমেষ যৌতুকের দাবিতে সুমা আক্তারকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
মঙ্গলবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পর ঘরে লাশ রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এদিকে হত্যাকারীদের বিচারের দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী এলাকার আজিত কাজীর ছেলে কামরুল কাজীর (২৬) সাথে ভালবেসে দেড় বছর আগে বিয়ে হয় একই উপজেলার বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামের ছলেমান শেখের মেয়ে সুমা আক্তারের (২০)।
বিয়ের কিছুদিন পর কাজের সুবাধে কামরুল দক্ষিন আফ্রিকা চলে যায়। তাদের ঘরে ৫ মাসের একটি কণ্যা সন্তান রয়েছে। এরপর শুরু হয় সুমার উপর অত্যাচার ও নির্যাতন। শ্বশুরবাড়ির লোকজনের কাছে দুচোখের বিষ হয়ে ওঠে সুমা। শেষমেষ মঙ্গলবার বিকেলে যৌতুকের দাবীতে সুমাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠে কামরুলের পরিবারের বিরুদ্ধে।
ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধারের পর বুধবার সকালে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
এদিকে সুমার মা হাসিনা বেগম কান্নাজরিত কন্ঠে বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে দুচোখে দেখতে পারতো না কামরুলের পরিবারের লোকজন। নানানভাবে অত্যাচার আর নির্যাতন করতো সুমাকে। মঙ্গলবার তারা আমার মেয়েকে হত্যা করে পালিয়েছে। আমি ওদের বিচার চাই।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ফকির বলেন, পরিবারের অভিযোগ রয়েছে সুমাকে তার শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় এখনো থানায় লিখিত কোন অভিযোগ করেনি কেউ, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে নিহতের ময়না তদন্ত জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এদিকে পলাতক থাকায় কামরুলের পরিবারের কারই কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে কামরুলের ছোট ভাই আবু সাঈদ কাজীর মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি।
সোনালী বার্তা/এমএইচ