বৃষ্টি উপেক্ষা করে রাবিতে কোটা বিরোধী আন্দোলন, ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ
কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১ টায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে মিছিল নিয়ে গিয়ে প্রধান ফটকের সামনে ঢাকার রাজশাহী মহাসড়ক অবরোধ করে।
এ সময় তারা ‘আমরা সোনার বাংলায় কোটা প্রথার ঠাঁই নেই,’ ‘মেধাবীদের কান্না আর না আর না’, ‘বৈষম্যের বিরুদ্ধে লড়াই হবে একসাথে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এছাড়াও ‘১৮ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা বৈষম্য নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক’, দেশটা নয় পাকিস্তান কোটার থেকে অবসান’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
আন্দোলনের অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী। বৃষ্টি উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
সোনালী বার্তা/এমএইচ