ভোলে বাবা বলেছিলেন, ‘আজ প্রলয় আসবে’
উত্তর প্রদেশের হাতরাশে পদদলিত হয়ে ১২১ জন মারা যাওয়ার ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করেছেন ভোলে বাবার ভক্তরা।
ভক্তদের দাবি, মঙ্গলবার হাতরাশে যে প্রাণহানির ঘটনা ঘটেছিল সে বিষয়ে ভোলে বাবা আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন।
স্থানীয় সংবাদ মাধ্যমকে কয়েকজন ভক্ত জানিয়েছেন, সৎসঙ্গ অনুষ্ঠান শেষ হওয়ার আগেই ভোলে বাবা বলেছিলেন, ‘আজ প্রলয় আসবে’ এবং এরপর ঠিকই প্রলয় চলে এসেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
ভোলে বাবার ভক্তদের মধ্যে বিশ্বাস ছিল যে তার পদধূলি নিয়ে তা গায়ে মাখলেই মানুষের সব ধরনের অসুস্থতা দূর হয়ে যাবে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সৎসঙ্গ অনুষ্ঠান শেষে ভোলে বাবার প্রস্থানের সময় তার পায়ের ধূলি নিতে গিয়েই ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।
হাতরাশের বাসিন্দারা সংবাদমাধ্যম জনিয়েছেন, ভোলে বাবা অল্পবয়সী মেয়েদের ওপর জাদুবিদ্যার চর্চা করতেন। গত মঙ্গলবারও (২ জুলাই) সৎসঙ্গে ১০০ জনেরও বেশি লোক গিয়েছিলেন যাদের ওপর ভূতের আছর ছিল এবং তিনি তাদের সবাইকে সুস্থ করে তুলেছিলেন।
সোনালী বার্তা/এমএইচ