মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা ও দুই ছেলে নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে এক নারী ও তার ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার ১৩ নম্বর শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে বলে মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান।
নিহতরা হলেন-ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫), তাদের ছেলে হুদা মিয়া (৩০) ও তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া (৩৫)।
ওসি ফেরদৌস বলেন, সকালে কচু শাক তুলতে গিয়ে পা পিছলে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকে পড়ে যান দেলোয়ারা। এ সময় তাকে উদ্ধার করতে নামেন ছেলে হুদা ও ইবলুল।
এরপর দীর্ঘসময় তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে তাদের দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় তিনজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
মৃতদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, অসাবধানতায় এ ঘটনা ঘটেছে।
সোনালী বার্তা/এমএইচ