মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের সাক্ষাৎ
বাংলাশে জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গুল্লু। তিনি বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর পুরান ঢাকায় দীর্ঘদিন ধরে একটি সমস্যা নিয়ে জঠিলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন জাভেদ ওমর। তাই বৃহস্পতিবার তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের কাছে সংশ্লিষ্ট সমস্যার সমাধানে সহযোহিতা চাইতে আসেন। তখন মেয়র ফজলে নূর সাবেক ক্রিকেটারের সমস্যার বিষয় মনোযোগ দিয়ে শুনেন। এবং তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করতে উদ্যোগ নেন। সমাধান করে দিয়েছেন বলেও জানা যায়।
এই বিষয়ে জানতে চাইলে সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গুল্লু সোনালী বার্তাকে বলেন, ‘ব্যক্তিগত কাজে আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাননীয় মেয়র ফজলে নূর তাপস ভাই এর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সাক্ষাৎ ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। ইতোমধ্যে আপনারা বিষয়টি অবগতও হয়েছেন। ভালো থাকবেন; আমার জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, জাভেদ ওমর বেলিম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন সাবেক ক্রিকেটার। তার ডাক নাম গোল্লা। তিনি জাতীয় দলে মূলত ওপেনার হিসেবে খেলতেন। একজন দক্ষ ফিল্ডার হিসেবে তার সুনাম আছে। ওডিআই ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলে তার স্থান পাওয়া নিয়ে অনেকের মনে দ্বিধা থাকলেও টেস্ট দলে ওপেনার হিসেবে তার গ্রহণযোগ্যতা সবসময়ই ছিল।
সোনালী বার্তা/এমএইচ