হুডখোলা বাসে বিশ্বকাপজয়ী দলকে নিয়ে রোড শো করবে বিসিসিআই
বিশ্বকাপ ট্রফি নিয়ে বীরের বেশে দেশে ফিরেছে ভারতীয় দল। দেশের মাটিতে পা রেখেই ব্যস্তু সূচিতে আবদ্ধ রোহিত শর্মার দল। বার্বাডোজ থেকে চার্টাড বিমানে করে সকাল সাড়ে ৬টায় দিল্লিতে পা রাখে বিশ্বকাপজয়ীরা।
আজ বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে সংবর্ধনা নেবে রোহিত শর্মারা। এরইমধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছেছে ভারতীয় দল।
হুডখোলা বাসে ভারতের বিশ্বকাপজয়ী দলকে নিয়ে রোড শো আয়োজন করবে বিসিসিআই। মুম্বাইয়ের নারিম্যান পয়েন্ট, মেরিন ড্রাইভের পথ ধরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এসে পৌঁছাবে বাস। বিকেল ৫টার দিকে মুম্বাইয়ের ওয়াংখেডে স্টেডিয়ামেও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবে রোহিত শর্মারা।
দেশের বিমান ধরার আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এক্স হ্যান্ডলে লিখেন, আমরা আপনাদের সবার সাথে এই বিশেষ মুহূর্তটি উপভোগ করতে চাই। তাই আসুন ৪ জুলাই বিকাল ৫টা থেকে মেরিন ড্রাইভ এবং ওয়াংখেড়েতে একটি বিজয় কুচকাওয়াজের মাধ্যমে এই জয় উদযাপন করি। ট্রফি বাড়িতে আসছে।
গত একদশকেরও বেশি সময় ধরে আইসিসি ট্রফি ছিল না ভারতের। বলা যায় দীর্ঘ অপেক্ষা পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় আইসিসি খরা কাটিয়েছে ভারত।
গত বছরের অক্টোবরে দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ভারত। তাই এবার উদযাপনে বাঁধভাঙা উচ্ছ্বাস থাকবেই।
সোনালী বার্তা/এমএইচ