মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

৪ বছর পর আলিফের হত্যাকারীর ফাঁসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে উপজেলার চর গোলড়ার ধলেশ্বরী নদীর পাড়ে বন্ধু আলিফকে ডেকে নিয়ে আসে ইমরান। পরে মাদক ব্যবসার টাকা নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আলিফকে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পরে পুলিশ বাদী হয়ে ইমরানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। আর এ মামলায় ইমরানকে গ্রেফতার করা হয় এবং ইমরান হত্যার বিষয়টি আদালতে স্বীকার করেন। ২০২০ সালের ৬ জুন ইমরানকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আদালত ১৮ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ বৃহস্পতিবার এই মামলার রায় দেন। এতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও আসামিপক্ষের আইনজীবী অসন্তুষ্ট প্রকাশ করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুর নাথ সরকার বলেন, আসামি ইমরান আলিফকে হত্যা করে কেরোসিন তেল দিয়ে মুখ পুড়িয়ে দেয়। পরে পুলিশ মামলা করে। এই মামলায় আসামির ফাঁসি হওয়ায় আমরা সন্তুষ্ট।

আসামিপক্ষের আইনজীবী মো. আশরাফুল উদ্দিন বলেন, এই মামলায় ইমরানকে ফাঁসি দেয়ায় আমরা অসন্তুষ্ট। উচ্চ আদালতে আপিল করব।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর