কালকিনিতে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন
“গাছে গাছে ভরবো দেশ,আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এ শ্লোগানকে সামনে রেখে গ্রামীন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের উদ্যােগে সারা দেশব্যাপী ৩০ কোটি গাছের চারা বিতরনের কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরের কালকিনি উপজেলার গ্রামীন ব্যাংক সাহেবরামপুর শাখার উদ্যােগে অসহায় লোকজনের মাঝে ২০ হাজার ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরন করা হয়েছে।
আজ শুক্রবার (৫ জুলাই) সকালে সাহেবরামপুর শাখা কার্যালয়ের চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন গ্রামীন ব্যাংকের মাদারীপুর জোনের জেনারেল ম্যানেজার মোঃ আবদুল মান্নান।
এ ছাড়া উপস্থিত ছিলেন, মাদারীপুর জোনের জোনাল অডিট অফিসার মোঃ নাজিমুল ইসলাম, মাদারীপুর জেলা এরিয়া ম্যানেজার মোঃ আবদুর রহিম, সাহেবরামপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ ওবায়দুল্লাহসহ শাখার সকল সহকর্মী বৃন্দ।
সোনালী বার্তা/এমএইচ