যুক্তরাজ্যে নির্বাচনে কোন দল কত আসন পেল?
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সবচেয়ে বেশি আসন পেয়ে সরকার গঠনের পথে রয়েছে লেবার পার্টি। অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবার হতাশজনক অবস্থানে রয়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, লেবার পার্টি ৪১১ আসনে জয় পেয়েছে। ১১৯ আসন পেয়েছে ক্ষমতাসীন দলটি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৭১ আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
লেবার পার্টির জয়ের ফলে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার। হলবর্ন ও সেন্ট প্যানক্রাসে জয়ের পর লেবার পার্টির নেতা স্টারমার বলেন, পরিবর্তন শুরু হয়েছে। এখন আমাদের সময় কিছু দেওয়ার জন্য।
তাছাড়া এসএনপি জয় পেয়েছে ৯ আসনে। ৭ আসন পেয়েছে এসএফ। ২৮টিতে জয় পেয়েছে অন্যান্যরা। ৫ আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।
যুক্তরাজ্যের পার্লামেন্টের মোট ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোনো দলকে এককভাবে পেতে হবে ৩২৬টি আসন।
২০২০ সালের এপ্রিলে লেবার পার্টির নেতা হিসেবে দায়িত্ব নেন স্টারমার। জেরেমি করবিনের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।
একটি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা ছাড়তে হবে কনজারভেটিভ দলের নেতা ঋষি সুনাককে। প্রথমে রাজার কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে তাকে। এরপর রাজা স্টারমারকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সাধারণ নির্বাচনের ভোট শুরু হয়। ১৯৪৫ সালের পর যুক্তরাজ্যে প্রথমবারের মতো জুলাই মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট চলে রাত ১০টা পর্যন্ত।
সোনালী বার্তা/এমএইচ