রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

অন্তঃসত্ত্বার গুঞ্জনে যা বললেন সোনাক্ষী

বিনোদন প্রতিবেদক / ১৩৫ Time View
Update : শনিবার, ৬ জুলাই, ২০২৪

গেল ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দীর্ঘ ৭ বছর প্রেম করার পর জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

গেল ২৮ জুন বিকেলে হাসপাতালে যান সোনাক্ষী-জাহির। বাবা শক্রঘ্ন সিনহা হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে যান দুজন। নবদম্পতির হাসপাতালে যাওয়ার ভিডিও ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাৎজিরা। সামাজিকমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের আলোচনা শুরু হয়। অভিনেত্রী অন্তঃসত্ত্বা, এমনটাই গুঞ্জন উঠতে থাকে।

মুসলিম পাত্রকে বিয়ে করায় কম কটাক্ষ শুনতে হয়নি শক্রঘ্ন কন্যাকে। যদিও নিন্দুকদের পাত্তা দেননি সোনাক্ষী-জাহির।
তবে বিয়ের ৭ দিন যেতেই নবদম্পতিকে নিয়ে শুরু নতুন গুঞ্জন! গুঞ্জন ওঠে, সোনাক্ষী সিনহা অন্তঃসত্ত্বা! এ জন্যই নাকি দ্রুত বিয়েটা সেরে ফেলেছেন অভিনেত্রী!

আসন্ন চলচ্চিত্র ‘কাকুদা’র প্রচারে বর্তমানে ব্যস্ত সোনাক্ষী। আর সিনেমার প্রচারণা থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার গুজব নিয়ে মুখ খুললেন নায়িকা। অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, একমাত্র পরিবর্তন হল আমি এখন হাসপাতালে যেতে পারি না কারণ আমি হাসপাতালের বাইরে পা রাখলেই লোকেরা মনে করে আমি গর্ভবতী।

দাম্পত্য জীবন প্রসঙ্গে সোনাক্ষী বলেন, এর চেয়ে ভালো জীবন আর কখনো ছিল না। তবে মজার ব্যাপার হল আমার অনুভূতিটা আগের মতোই রয়েছে। আমি খুশি যে বিয়ের আগে আমার যে জীবন ছিল, এখনও একইরকম আছে। আর কাজে ফিরতে পেরে আমি খুব খুশি।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর