শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০১ অপরাহ্ন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক / ১৬৩ Time View
Update : শনিবার, ৬ জুলাই, ২০২৪

কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উত্তরের পথ ও ঢাকাগামী পথ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষার্থীরা কখনো সারাদিন রাস্তায় রাস্তায় আন্দোলন করতে চাই না, আমরা পড়াশোনা করতে চাই। কিন্তু আমাদের কিছু করার নেই। কারণ যে পরিমাণ কোটা, তাতে দেশের মেধাবীরা চাকরি না পেয়ে দেশের বাইরে চলে যাবে, দেশে সরকারি চাকরি করার আগ্রহও হারাবে। তাই অতিদ্রুত আমাদের দাবি মেনে কোটা বাতিলের অনুরোধ জানাচ্ছি। অন্যাথায় আমরা কঠোর আন্দোলনে যাব।

গত ৯ জুন মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এরপরই নতুন করে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শুরু হয় কোটাবিরোধী আন্দোলন।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর