নিশোর নতুন সিনেমা ‘অসিয়ত’ নায়িকা তমা মির্জা
গত বছর বড় পর্দায় নাম লেখান অভিনেতা আফরান নিশো। প্রথম ছবি ‘সুড়ঙ্গ’ দিয়ে সিনেমায় নিজের অবস্থান সম্পর্কে জানান দেন।
এ সিনেমায় নিশোর নায়িকা ছিলেন তমা মির্জা। পরিচালনা করেছেন রায়হান রাফি। সংশ্লিষ্টদের দাবি, সিনেমাটি ব্যবসাসফল হয়েছিল। তবে সে সিনেমার পর অনেকটা আড়ালেই চলে যান নিশো। কিছুদিন আগে দুই সিনেমায় যুক্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন এ নায়ক।
তবে ওই দুই সিনেমার নাম কী, পরিচালক কারা হবেন বা কবে শুটিং শুরু হবে তার কিছুই অফিসিয়ালি জানানো হয়নি। এরপর আবার চুপ আফরান নিশো। নিজেকে কেন যেন আড়ালে রাখছেন এ অভিনেতা!
অনেকের ধারণা, আড়ালে নয়, নিশো নিজেকে তার নতুন সিনেমার জন্য প্রস্তুত করছেন। তবে একটি সূত্রের খবরে জানা গেছে, চুক্তিবদ্ধ হওয়া নিশোর দুই সিনেমার একটির নাম ‘অসিয়ত’। পরিচালক রায়হান রাফী এটি নির্মাণ করবেন। নায়িকা হিসাবে থাকছেন তমা মির্জা। ইতোমধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি।
সূত্রের তথ্যমতে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। মুক্তি পাবে আগামী রোজার ঈদে। তবে সিনেমা সম্পর্কে এখনো প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে সুড়ঙ্গের পর তমা মির্জাও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন। শিগ্গির নামবেন শুটিংয়ে। তবে এখনই বিস্তারিত বলতে নারাজ।
তমা মির্জা বলেন, ‘সুড়ঙ্গ সিনেমার পর অনেক কাজেরই প্রস্তাব এসেছে। অনেক ফিরিয়ে দিয়েছি। কিছু কাজ নিয়ে কথাবার্তা এগিয়েছি। এখন তো প্রোডাকশন হাউজগুলো অনেক বিধিনিষেধ দিয়ে দেয়। তাদের ঘোষণার আগে কিছু বলা যাবে না। সে কারণে চূড়ান্ত হলেও অনেক সময় আমরা অনেক কিছু বলতে পারি না। এ যেমন নতুন দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছি।
এ বছরে রিলিজ হবে কিনা জানি না, তবে মাস দুয়েকের মধ্যে শুটিং শুরু হবে। এর মধ্যে অঞ্জন দত্তের একটা ওয়েবের কাজ শেষ করেছি, যেটা শিগ্গির মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।
সোনালী বার্তা/এমএইচ