ইউএনও র ছোঁয়ায় মদন উপজেলা পরিষদ চত্ত্বর নান্দনিক রূপে সজ্জিত
উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকতা শাহ আলম মিয়ার ছোঁয়ায় নান্দানিক রূপে সজ্জিত হয়ে উঠেছে নেত্রকোণার মদন উপজেলা পরিষদ চত্ত্বর। পুরাতন ভবন অপসারন, মাটি ভরাট ও গাছে আল্পনা করায় পরিষদ চত্ত্বর এখন যেন পার্কে পরিণত হয়েছে। মনোমুগ্ধকর এমন পরিবেশে সৃষ্টিতে প্রশাসনের প্রতি কৃতজ্ঞ ও স্বস্তি প্রকাশ করেছেন মদন উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
জানা যায় , ১৯৮৩ সালে ৮ টি ইউনিয়নের ৯১ বর্গমাইল আয়তন নিয়ে নেত্রকোনা জেলাধীন মদনকে উপজেলায় উন্নীত করা হয়। পরবর্তীতে ২০০১ সালের ১১ জুলাই মদন থানা সদরকে পৌরসভায় উন্নীত করা হয়। কিন্তু এতদিন মদন উপজেলা পরিষদ চত্ত্বর অবস্থা ছিল অনেকটাই অবহেলিত ও শোচনীয় অবস্থায়। অবকাঠামো দিক থেকে পিছিয়ে থাকায় কোন রকম চলছিল সেবাদান কার্যক্রম। প্রতিটি দপ্তর পরিচালিত হতো ভিন্ন ভিন্ন জড়াজীর্ণ ভবন থেকে। ২০২২ সালে ৫ তলা বিশিষ্ট একটি নতুন প্রশাসনিক ভবণ নির্মান করা হয়। এতে কিছুটা হলেও পরিবর্তন আসে। কিন্তু নতুন ভবনের সামনে পুরাতন ভাঙা ঘর, পাবলিক হল মাঠ, কোয়ার্টারের সামনে একাধিক খানা-খন্দক গর্ত এবং রাস্তা থেকে তিন ফুট নিচু থাকায় কাদাপানি জমে নানা সমস্যার সৃষ্টি হয়।
এসব সমস্যা নিরসন ও উপজেলা পরিষদ চত্ত্বরের সৌন্দর্য বর্ধনের পরিকল্পনা গ্রহণ করেন বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহ আলম মিয়া। উনার দক্ষ নেতৃত্বে মদন উপজেলা পরিষদ চত্ত্বরকে নান্দনিক রূপ দিতে ২০২৩-২০২৪ অর্থ বছরে সরকারি বরাদ্দে উপজেলা পরিষদ চত্ত্বর, কোয়ার্টার ভবনের সামনে, প্রাথমিক শিক্ষা অফিস ও নির্বাচন অফিসের সামনে এবং পাবলিক হল মাঠে মাটি ভরাট ও পাঁকা করণ, ও সৌন্দর্য বর্ধনের জন্য ৮ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
ইতিমধ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে মাটি ভরাট ও গাছে গাছে আল্পনা করা হয়েছে। পরিষদ চত্ত্বরে অভ্যন্তরীণ রাস্তার নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রবেশ পথের মুল রাস্তা সংস্কার করা হয়েছে। গাছে থিম অনুযায়ী আল্পনায় নতুন রূপে সজ্জিত হয়েছে উপজেলা পরিষদ চত্ত্বর। এর সাথে যুক্ত হয়েছে চমৎকার শহীদ মিনার। দীর্ঘদিনের জরাজীর্ণ মুক্তমঞ্চে লেগেছে সংস্কারের ছোঁয়া। পরিষদের বাউন্ডারি নতুন রঙ এ নবরুপে সজ্জিত হয়েছে। প্রতিনিয়ত উপজেলায় সেবা নিতে আসা সেবা প্রার্থীসহ জনসাধারণ মদন উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক কথায় বলতে গেলে পরিষদ চত্ত্বর এখন একটি মিনি পার্ক হিসাবে রূপ নিয়েছে। প্রতিদিন উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার লোকজন ছাড়াও অন্য উপজেলা লোকজন ছবি তুলতে পরিবার নিয়ে ছুটে আসছেন।
উপজেলা পরিষদে সেবা নিতে আসা অনেকেই জানান,‘ দীর্ঘদিন ধরে মদন উপজেলা পরিষদ চত্ত্বরের অবস্থা খুবই খারাপ ছিল। বর্ষা আসলে তো পানি জমে থাকায় অফিসে যাওয়াটা কষ্ট হতো। এখন মাটি ভরাটসহ উন্নয়ন মূলক কাজ করায় পরিষদ চত্ত্বর খুবই সুন্দর হয়েছে। সুন্দর পরিবেশ হওয়ায় লোকজন আনন্দের সাথে সেবা গ্রহণ করছেন।
পৌরসভার বাসিন্দা নিজাম উদ্দিন ও কামরুল ইসলাম। তারা জানান,’ আমরা ছোট বেলা থেকেই উপজেলা পরিষদের অবস্থা দেখে আসছি। পরিষদ চত্ত্বরে অসংখ্য গর্ত ছিল৷ বৃষ্টি হলেই কাদা পানি জমে থাকতো। বর্তমানে মাটি ভরাট ও গাছগুলোতে আল্পনা করায় জায়গাটি এখন পার্কের মতো হয়েছে। এখন সময় পেলেই লোকজন পরিষদ চত্ত্বরে সময় কাটাতে চলে আসেন।
মদন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির জানান,‘ উপজেলা পরিষদের সমন্বয় সভায় পরিষদ চত্ত্বর সৌন্দর্য বৃদ্ধির জন্য আলোচনা হয়। এরই প্রেক্ষিতে মাটি ভরাট প্রকল্প নিয়ে তা সুন্দর ভাবে বাস্তবায়ন করা হয়েছে।
মদন উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল জানান ,‘ সমন্বয় সভায় পরিষদ চত্ত্বর সৌন্দর্য বৃদ্ধির জন্য উপজেলা চেয়ারম্যান প্রকল্পের প্রস্তাব করেন। তারই প্রেক্ষিতে ঠিকাদারের মাধ্যমে গাছগুলোতে, উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত রি-জিনিয়াস কিন্ডার গার্ডেন স্কুল মেয়ামত ও রং করণ কাজ সমাপ্ত করা হয়েছে। পরিষদ চত্ত্বরের রাস্তা নির্মাণ কাজ চলমান রয়েছে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া বলেন,‘ যোগদানের পর পরিষদের বেহাল অবস্থার সমাধানে পরিকল্পনা সমন্বয় সভায় উপস্থাপন করেছি। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকল্প প্রস্তাব করেন। বিধি মোতাবেক উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজগুলো বাস্তবায়ন করেন। এছাড়াও আমি প্রকল্প গুলোর সঠিক বাস্তবায়ন তদারকির জন্য কমিটি করে দেই এবং তারা সন্তোষজনক প্রতিবেদন দাখিল করলে বিল প্রদান করা হয়। ফলে পরিষদের আঙিনা জনগণের প্রাণের জায়গায় পরিণত হয়েছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন,‘ উপজেলা পরিষদ চত্ত্বর সৌন্দর্য বৃদ্ধির জন্য সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়েছে। কয়েকটি প্রকল্পের মাধ্যমে সৌন্দর্যের কাজগুলো বাস্তবায়ন করা হয়েছে। এতে করে পরিষদ এখন নান্দনিক রূপে সজ্জিত হয়েছে। সেবা গ্রহীতাসহ সব শ্রেনি পেশার মানুষ পরিষদ চত্ত্বরের সৌন্দর্য উপভোগ করছে।’
সোনালী বার্তা/এমএইচ