নরসিংদী ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত
![](https://sonalibarta.com/wp-content/uploads/2024/07/Untitled-2-4.jpg)
নরসিংদীর রায়পুরার ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মেতিকান্দা রেলস্টেশনের আওটার কমলতলি খাকচর এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায় নাই ।
স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে চট্রগ্রাম থেকে একটি ট্রেন ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি মেতিকান্দা স্ট্রেশনের আওটার খাকচনে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়। তবে নিহতরা ট্রেনের পথচারী বা ট্রেনের যাত্রী ছিল কিনা তা এখনও নিশ্চিত করে বলতে পারছেনা স্টেশন কতৃপক্ষ।
নরসিংদী স্টেশন মাষ্টার এটি এম মুছা বলেন, ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছে। রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার কাজ শুরু করেছে।
সোনালী বার্তা/এমএইচ