সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

বাঘায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ দুইজন মাদক কারবারী গ্রেফতার

মোঃ রমজান আলী, রাজশাহী / ১৪৪ Time View
Update : সোমবার, ৮ জুলাই, ২০২৪

রাজশাহী বাঘায় ৩৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ সংঘবদ্ধ মাদক চক্রের ২জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
সোমবার (৮জুলাই) সকাল ৬টায় রাজশাহীর বাঘা থানাধীন কলিগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোছাঃ শামসুন্নাহার (২৫), সে রাজশাহীর বাঘা থানার কলিগ্রাম এলাকার ঝন্টু মালিথার স্ত্রী ও মোঃ রুবেল হোসেন (৩২), একই থানার আতারপাড়া এলাকার মোঃ ইব্রাহিম হাওলাদারের ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, সোমবার ভোর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহীর বাঘা থানাধীন কলিগ্রাম গ্রামে মাদক কারবারী মোঃ ঝন্টু মালিথার আমবাগানে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্য জনৈক ব্যক্তিরা অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩৭৬ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল-সহ ৬জন মাদক কারবারীকে আটক করা হয়। তবে র‌্যাবের উপস্থিতিটের পেয়ে ২জন মাদক কারবারী রানা গোপী (৩৫), মোঃ ঝন্টু মালিথা (৩৭) পালিয়ে যায়।

র‌্যাব আরও জানায়,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক পাচার করে আসছিল। আসামীদের বাড়ী সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে।
এ ব্যপারে গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর