হাজিপাড়ায় যাত্রীবাহী বাসচাপায় নানা ও নাতনি নিহত
লক্ষ্মীপুরের হাজিপাড়ায় যাত্রীবাহী বাসচাপায় নানা ও নাতনি নিহত হয়েছে। এদিকে নিহতের খবর পেয়ে সজনদের মধ্যে আহাজারি শুরু হয়ে যায়। বাবা সন্তান হারা মীমের মা বার বার অচেতন হয়ে পরছে।
আজ সোমবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে হাজিপাড়ার সিয়াম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে চট্টগ্রাম থেকে ভোলা যাওয়ার জন্য নাতনি মীমকে নিয়ে নানা নছির শাহী পরিবহনের একটি বাসে ওঠেন। ঘটনাস্থলে এসে বাসের তেল নেয়ার জন্য চালক সিয়াম ফিলিং স্টেশনে বিরতি ঘোষণা দেয়। পরে দোকানে যাওয়ার জন্য নাতনিকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন নানা। এ সময় যমুনা পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে মীমের মৃত্যু হয়, আর নানা গুরুতর আহত হন। পরে নানাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, ‘এক শিশুকে মৃত অবস্থায় আনা হয়। আহত নছির নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। সম্পর্কে তারা নানা-নাতনি বলে জানা গেছে।’
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়, আর আহত নানাকে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।’
সোনালী বার্তা/এমএইচ