রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে পরিকল্পিত উদ্যোগের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ২২৩ Time View
Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

সামাজিক সংগঠন ‘জনউদ্যোগ’ সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থায়ী সমাধানে পরিকল্পিত উদ্যোগ গ্রহনের দাবিতে মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। এতে বিভিন্ন শ্রেণি–পেশার লোকজন অংশ নেন।

হাওরের কৃষি ও কৃষক রক্ষা আন্দোলনের সদস্যসচিব অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার বলেন, সুনামগঞ্জে অন্তত ২০টি খাল ভরাট হয়ে গেছে। এসব খাল হয়ে সুরমা নদীর পানি হাওরে যেত। এখন এসব খাল দিয়ে আর পানি যেতে পারে না। এ জন্য বৃষ্টি হলেই শহর ও নদীতীরবর্তী এলাকাগুলো প্রথমেই প্লাবিত হয়ে যায়। এ সংকট থেকে পরিত্রাণের জন্য খালগুলো খনন করে পানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে

মানববন্ধনে আরও বক্তব্য দেন সমাজকর্মী সুখেন্দু সেন, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হাওর বাঁচাও আন্দোলন সংগঠনের নেতা আনোয়ারুল হক, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, জনউদ্যোগের সদস্যসচিব সাইদুর রহমান, সদস্য ইখতেখার সাজ্জাদ প্রমুখ।

বক্তারা বলেন, হাওরে প্রতিবছর ফসল রক্ষার নামে যত্রতত্র বাঁধ নির্মাণ করা হচ্ছে। এতে হাওর ভরাট হয়ে গেছে। বাঁধ ব্যবসায়ীদের কারণে হাওর এখন হুমকির মুখে। বন্যার কবল থেকে রক্ষা করতে সুরমাসহ সব নদ–নদী ও হাওর খনন করতে হবে। খননের নামে যেন লুটপাট না হয়। প্রকৃতপক্ষে যেন সুনামগঞ্জ বন্যার কবল থেকে রক্ষা পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর