রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

১৫ দিনের মধ্যে প্রতিবেদন সম্পন্ন করবে পিএসসির তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক / ৮১ Time View
Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ঘটনায় সরকারি কর্ম কমিশনের যুগ্মসচিব ড. আব্দুল আলীম খানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্তু করে পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (৮ জুলাই) রাতে গঠন করা তিন সদস্যের কমিটির অন্য সদস্য হলেন, পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা। আর তদন্ত কমিটির সদস্য সচিব করা হয়েছে পিএসসির পরিচালক মোহাম্মদ আজিজুল হককে।

মঙ্গলবার (৯ জুলাই) পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পনেরো দিনের সময় দেওয়া হয়েছে। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের ‘উপসহকারী প্রকৌশলী’ পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসি’র দুই উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর