জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের কারণে সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ছে। কিন্তু যে কোন রোগী বহনকারী গাড়ি এবং জরুরি সেবার গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিচ্ছের শিক্ষার্থীরা ।
বুধবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, আজ আপিল বিভাগের শুনানিতে শিক্ষার্থীদের পক্ষে রায় না আসলে কঠোর আন্দোলনে যাবেন তারা। একপর্যায়ে তারা দাবি পূরণ না হলে পুরো বাংলাদেশ অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন।
সোনালী বার্তা/এমএইচ