ব্যাটে-বলে ব্যর্থ সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের পারফরম্যান্স দিয়ে সমর্থকদের সন্তুষ্ট করতে পারেননি সাকিব আল হাসান। বিশ্বকাপের পরও সে ব্যর্থতার বৃত্তে আটকে রয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে (এমএলসি) আরও এক ম্যাচে ব্যাট-বলে হতাশ করেছেন সাকিব। খরুচে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও রান পাননি।
লস এঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে সিয়াটল ওরকাসের বিপক্ষে ব্যাট হাতে ৭ বলে করেন ৭ রান। বোলিংয়ে এসে ২ ওভারেই খরচ করেন ২৩ রান। তার এমন নিষ্প্রভ দিনে ৯ উইকেটের বড় হার হজম করতে হয়েছে নাইট রাইডার্সকে।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬৮ রান স্কোরবোর্ডে জমা করে নাইট রাইডার্স। এদিন চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সাকিব, কিন্তু দায়িত্বশীল ব্যাটিংয়ের বদলে ৭ বলে ৭ রান করেই সাজঘরের পথ ধরেন বিশ্বের অন্যতম শীর্ষ এই অলরাউন্ডার।
রায়ান রিকেলটনের সেঞ্চুরি আর কুইন্টন ডি ককের ফিফটিতে ১ বল আগে ওই রান পেরিয়ে ৯ উইকেটে জিতে যায় সিয়াটল।
ম্যাচে নাইট রাইডার্সের বোলিং ইনিংসে নবম ওভারে সাকিবকে বল করতে আনেন সুনিল নারাইন। প্রথম ওভারে ৮ রান খরচ করেন সাকিব। একাদশ ওভারে আবার বোলিংয়ে এলে সাকিবকে দুই ছক্কা হাঁকান রিকেলটন। ওই ওভারে ১৫ রান দেওয়ার পর তাকে আর বোলিংয়ে আনেননি নাইট রাইডার্স দলপতি।
এমএলসিতে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে কোনো ম্যাচেই বোলিং কোটা পূরণ করতে পারেননি সাকিব। মূলত খরুচে বোলিংয়ের কারণেই তাকে দিয়ে বোলিং কোটা পূরণ করার সাহস করেনি দল।
সোনালী বার্তা/এমএইচ