কালকিনিতে পাবলিক লাইব্রেরি উদ্বোধন

নানা রকম বই ও পত্র-পত্রিকার প্রতি সাধারন মানুষের মনোযোগ বাড়াতে স্বাধীনতার পর এই প্রথম মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ চত্বরের মুল কেন্দ্রে পাবলিক লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লাইব্রেরি উদ্বোধন করেন স্থানীয় এমপি অধ্যাপিকা তাহমিনা বেগম।
এছাড়া উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মস্তফা কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, কবি ও সাহিত্যিক দুলাল সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইলিয়াশ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শহিদ বেপারী, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কায়সার হামিদ ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিল প্রমুখ।
সোনালী বার্তা/এমএইচ