শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৭টি দোকান

নিজস্ব প্রতিবেদক / ১৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

লক্ষ্মীপুর জেলায় অগ্নিকান্ডে ১৭ টি দোকান পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার মজুচৌধুরী হাটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে পুড়ে মালামালসহ ১৭ টি দোকান পুড়ে ছাই গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজের পরপরই বাজারের দক্ষিণ পাশে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এর পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল মান্নান জানান, আমরা ৬ টা ২০ মিনিটে কল পেয়েছি। দ্রুত সময়ের মধ্যেই আমরা ঘটনাস্থল পৌঁছেছি। এরমধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ১৭টি দোকান পুড়ে যায়। আমাদের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানাবো।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা করবেন বলে জানান।

 

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর