হাড় ভেঙে হাসপাতালে উর্বশী
গতকাল বুধবারই জানা যায়, শুটিং চলার সময় গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনেত্রী নন্দমুরি বালাকৃষ্ণের তেলেগু ছবি ‘এনবিকে ১০৯’–এর শুটিং করছিলেন, সেখানেই আহত হন তিনি।
আঘাত পাওয়ার পরই তাঁকে হায়দরাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর জানা যায়, তাঁর একটি হাড় ভেঙেছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চিকিৎসা শুরু হয়েছে উর্বশীর, তবে ব্যথায় এখনো কষ্ট পাচ্ছেন তিনি।
আরেকটি ভারতীয় গণমাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, উর্বশীর আঘাত লাগার পর মারাত্মক যন্ত্রণা শুরু হয়। গোটা বিষয়টাই ঘটে যখন তাঁরা এই ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন।
এই ‘এনবিকে ১০৯’ ছবিটিতে তাঁর সঙ্গে দুলকার সালমানসহ প্রকাশ রাজকে দেখা যাবে। ববি কোলি ছবিটির পরিচালনা করছেন। তবে অভিনেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে আজ শুক্রবার নতুন করে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, ঠিক এক বছর আগে এই সময়ে উর্বশীর কথিত প্রেমিক ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্তের দুর্ঘটনাটি ঘটে। তখন মুম্বাইয়ের কোকিলা বেন আম্বানি হাসপাতালে তাঁকে দেখতেও গিয়েছিলেন উর্বশী। বছর ঘুরতে না ঘুরতেই নিজে বড়সড় দুর্ঘটনার শিকার হলেন
সোনালী বার্তা/এমএইচ