রাজধানীর কদমতলীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
কদমতলীতে মো. মাহবুব আলম (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ জুলাই) রাত সোয়া দশটার দিকে পাটেরবাগ জমিদার বাড়ির গলির সামনে এ ঘটনা ঘটে।
পরে রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রফিকুল আলম বলেন, আমার ভাই বিভিন্ন দোকানে কোমল পানীয় সরবরাহ করতো। রাতে পায়ে হেঁটে পাটেরবাগ আহলে হাদিস মসজিদের পাশে জমিদার বাড়ির গলির সামনে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ব্যক্তিরা আমার ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে আমার ভাইকে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, কে বা কারা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে সে বিষয়টি বলতে পারছি না। আমাদের বাসা কদমতলী থানার দক্ষিণ ধনিয়া এলাকায়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ওই ব্যক্তির সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনাটি ঘটেছে। জানতে পেরেছি তাকে ফোন দিয়ে ডেকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে।