সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

গাজায় ধ্বংসস্তূপের নিচে লাশ আর লাশ

আন্তর্জাতিক ডেস্ক / ১৪৭ Time View
Update : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

গাজা শহরের কিছু অংশ থেকে ইসরাইলি বাহিনী সরে যাওয়ার পর তাল আল-হাওয়া এলাকা থেকে কয়েক ডজন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসল বলেন, গাজার বেসামরিক প্রতিরক্ষা দলগুলো বেঁচে যাওয়া লোকদের উদ্ধারে এগিয়ে যায়। ফিলিস্তিনের উদ্ধারকর্মীরা কয়েক ডজন লাশ পেয়েছেন। নিহতদের অধিকাংশই পরিবার, নারী ও শিশু। কিছু মৃতদেহ কুকুরে খাচ্ছিল।

তিনি আরও বলেন, কমপক্ষে ৬০টি লাশ গণনা করা হয়েছে। ঘটনাস্থলেই কয়েকজনের লাশ দাফন করে কর্তৃপক্ষ। অন্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাসল বলেন, অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। ইসরাইলি বাহিনী কাছাকাছি অবস্থান করছে এবং উদ্ধার তৎপরতা নিয়মিতভাবে চলছে।

সোমবার বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরাইলি বাহিনী এই সপ্তাহে প্রতিবেশী এলাকায় প্রবেশ করেছিল।

৯ মাসের ইসরাইলের যুদ্ধে শহরটি পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার পরও কয়েক দিন আগে হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপে থাকা নিজেদের বাড়িঘরে ফিরে আসেন। কিন্তু সেখান থেকে তাদের আবারও সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইল।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর