বিএনপিকে যেসব কর্মসূচি পালনের পরামর্শ দিল সমমনা দল ও জোট

যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঠিক করতে বৃহস্পতিবার থেকে সমমনা দল ও জোটের লিয়াজোঁ কমিটির সংঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। সে ধারাবাহিকতায় শুক্রবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক করে দলটি। এর আগে ১১ জুলাই গণফোরাম (একাংশ) ও পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএমের সঙ্গে পৃথক বৈঠক করে বিএনপি। আজ বিকালে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দুর্নীতি, ভারতের সঙ্গে অসম চুক্তিসহ জনসম্পৃক্তমূলক ইস্যুতে রোডমার্চ, লংমার্চ ও সমাবেশের প্রস্তাব দিয়েছে বিএনপি সমমনা দল ও জোটগুলো। পাশাপাশি আগামী কর্মসূচিগুলো যুগপৎভাবে কিংবা এক মঞ্চে করা যায় কি না তা পর্যালোচনার প্রস্তাব দেন নেতারা। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দল ও জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে শুক্রবার এসব প্রস্তাব দেওয়া হয়।
শুক্রবারের বৈঠকে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, বাংলাদেশের ভূখণ্ডে যেসব এলাকা দিয়ে ভারতের রেলগাড়ি চলাচল করবে সেসব এলাকায় এই রোডমার্চ ও লংমার্চ কর্মসূচি দেওয়ার জন্য সমমনা দলগুলোর নেতারা মতামত দিয়েছেন। চলতি মাসেই নতুন কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে। তবে এখন কোনো কর্মসূচি চূড়ান্ত হয়নি। সামনে যুগপৎ আন্দোলনের অন্য শরিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক হবে।
বৈঠকে জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. সৈয়দ নুরুল ইসলাম, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, জাগপার সাধারণ সম্পাদক এসএম শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। এলডিপির সঙ্গে বৈঠকে দলটির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম তালুকদার, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, আগামী কর্মসূচি পালন বিষয়ে আমরা মতবিনিময় করেছি। আর এসব বৈঠকের পর দুই থেকে তিন দিনের মধ্যে এসব দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বসে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একদফা আন্দোলন, মূলত সেই আন্দোলনেই আমরা আছি।
বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বৈঠকে দলটির ভাইস চেয়ারম্যান এসএম ইউসুফ আলী, হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, জহুরা খাতুন জুঁই ও মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
সোনালী বার্তা/এমএইচ