উৎসব ছাড়া বড় তারকাদের সিনেমা
ঈদ উৎসব ছাড়া যেসব তারকার ছবি মুক্তি পাচ্ছে, তার মধ্যে বড় তারকা শাকিব খানও আছেন। কয়েক বছর আগেও তাঁর অভিনীত ছবি উৎসব ছাড়া মুক্তি পেত। ইদানীং তা দেখা যাচ্ছে না। তুফান ছবির সংবাদ সম্মেলনে তাই প্রশ্নের সম্মুখীনও হন। চলচ্চিত্রের কিছু মানুষও ইদানীং বলে থাকেন, শাকিব কেন ঈদের বাইরে সিনেমা করে নিজেকে প্রমাণ করেন না? সাংবাদিকের কাছ থেকে সেদিন প্রশ্নটি শুনে শাকিব উত্তর দিয়েছিলেন এভাবে, ‘সিনেমা করতে করতে আমার ২৫ বছর পার হয়ে গেছে। এখন নিজেকে আর প্রমাণ করার কিছু আছে বলে মনে করি না। আমি এখন শুধু কাজ করে যেতে চাই এবং আমার লক্ষ্যে কাজ করে যাচ্ছি!’
‘তুফান’ মুক্তির চতুর্থ সপ্তাহ পার হচ্ছে। দেশের বাইরেও প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ছবিটি। দেশের পাশাপাশি দেশের বাইরেও ছবিটি নিয়ে দর্শক আগ্রহের খবর শোনা যাচ্ছে। ছবিটি নিয়ে যখন এত ডামাডোল চলছে, ঠিক সে সময়ে মুক্তির ঘোষণা এসেছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। ছবির পরিচালক অনন্য মামুন জানালেন, সেপ্টেম্বরে ছবিটি প্রেক্ষাগৃহে আসছে। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে পুরোদস্তুর প্রচারেও নামবেন।
মামুন ফেসবুকে লিখেছেন, ‘দেশের সঙ্গে বিশ্ববাজারে ভালো কিছু করাই আমাদের লক্ষ্য…। আগামী দুই মাস দরদ-এর প্রচারণায় থাকবে নতুন কিছু…। শাকিবিয়ানদের নিয়ে প্রথম কোনো বড় আয়োজন হবে। সেখানেই জানানো হবে সেপ্টেম্বরের কত তারিখে ‘দরদ’ প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একযোগে মুক্তি পাবে।’ মামুন বলেন, ‘মধ্যপ্রাচ্যের বড় অংশজুড়ে বাঙালিরা থাকেন। সেই দর্শককে শাকিব খানের ছবির মাধ্যমে প্রেক্ষাগৃহে আনাটা অন্যতম লক্ষ্য।’
গেল ঈদুল আজহায় প্রকাশ পেয়েছিল ‘দরদ’ ছবির দেড় মিনিটের টিজার। যেখানে ‘বহুরূপী’ শাকিব খানকেই দেখা গেছে! কখনো তিনি একেবারে ছাপোষা মানুষ, আবার কখনো ভয়ংকর এক রহস্যমানব! টিজার বলছে, সাইকো থ্রিলার ঘরানার ছবি হতে যাচ্ছে এটি।
আমরা আর ঈদের জন্য অপেক্ষা করতে চাই না, এমনটি জানালেন ‘এশা মার্ডার: কর্মফল’ ছবির পরিচালক সানী সানোয়ার। ঈদুল আজহায় ছবিটি মুক্তির কথা ছিল। সেভাবে প্রস্তুতিও নেওয়া হয়। কিন্তু শেষ মুহূর্তে এসে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানা যায়, ঈদের পরই প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। অক্টোবরে ছবিটি মুক্তি দেওয়া হবে, এমন পরিকল্পনার কথা জানালেন পরিচালক।
গতকাল শনিবার বিকেলে সানি সানোয়ার প্রথম আলোকে বলেন, ‘দুই দিনের শুটিং বাকি আছে। আগস্টে সেরে নেব। এরপর যাবতীয় কাজকর্ম সেরে মুক্তির প্রস্তুতি নেব।’
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ ছবির নাম ভূমিকায় আছেন পূজা এগনেজ। পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। আরও আছেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, সুষমা প্রমুখ।
এ বছরের ঈদুল ফিতরের পর হঠাৎ চিত্রনায়ক সিয়ামের ‘জংলি’ ছবির একটি ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়। তাতে পরিচালক এম রাহিম জানান, ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে ছবি–সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গতকাল বিকেলে জানা গেছে, শুটিং শেষ, এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ‘জংলি’ মুক্তির নতুন পরিকল্পনা করা হয়েছে। সেভাবে এগোচ্ছেন পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এম রাহিম জানান, ‘আমরা চেষ্টা করেছিলাম ঈদুল আজহায় মুক্তি দিতে। সে পরিকল্পনায় শুটিংও শুরু করি। নির্ধারিত সময়ে শুটিং শেষ না হওয়ায় ঈদে আসা হয়নি। তা ছাড়া আমরা মানের সঙ্গে আপস করতে চাইনি। তবে এখন মুক্তির জন্য প্রস্তুত। শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানানো হবে।’
সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, এরফান মৃধা শিবলু প্রমুখ।
‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে বাংলাদেশে পরিচিতি পান ভারতের ইধিকা পাল। এরপরই এ দেশের একাধিক ছবিতে চুক্তিবদ্ধও তিনি। সে ধারাবাহিকতায় হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমায়ও কাজ করেছেন। এ ছবিতে ইধিকার নায়ক শরীফুল রাজ। ছবিটি ঘোষণার পর থেকে আলোচনা হয়। গেল ঈদুল আজহায় মুক্তির কথা শোনা গেলে বেশি আলোচনা হয়। যদিও কাজ বাকি থাকায় মুক্তি পায়নি।
পরিচালক গতকাল জানান, অক্টোবরে মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। প্রাথমিক সম্পাদনা হয়েছে। ডাবিং, রংবিন্যাস ও আবহসংগীতের কাজ শেষ হলে সেন্সরের জন্য জমা দেবেন।
কল্লোল বলেন, ‘অক্টোবরে যে আসছি, এটা মোটামুটি নিশ্চিত। সবাইকে শুধু এটুকু বলব, আমার ছবির জন্য ঈদ দরকার পড়বে না। যখন মুক্তি পাবে, তখনই দর্শকদের ঈদ শুরু হবে। এ ধরনের গল্প, এ ধরনের উপস্থাপন দর্শক আগে দেখেছেন বলে মনে হয় না। আমি ছবিটি নিয়ে দারুণ আশাবাদী।’
দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহে নতুন কোনো ছবি নেই আরিফিন শুভর। এর মধ্যে রোমান্টিক ও সাইকো ধাঁচের ‘নূর’–এর পাশাপাশি ‘নীলচক্র’ নামের আরেকটি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে।
নির্দিষ্ট করে না বললেও গতকাল দুটি ছবির নায়ক আরিফিন শুভ বলেন, ‘এ বছরের যেকোনো সময় ছবি দুটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।’ দুটি ছবিরই ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে। ‘নূর’ পরিচালনায় রায়হান রাফী আর ‘নীলচক্র’ মিঠু খান। ‘নূর’ ছবিতে শুভর বিপরীতে আছেন ঐশী আর ‘নীলচক্র’তে মন্দিরা।
সেপ্টেম্বরে মুক্তির কথা রয়েছে জিয়াউল রোশান অভিনীত ‘জামদানি’। একই নায়কের আরেকটি ছবি ‘পুলসিরাত’ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে নভেম্বরে। দুটি ছবিরই নায়ক জিয়াউল রোশান। গতকাল শনিবার পরিচালক ও নায়কের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে। রাখাল সবুজ পরিচালিত ‘পুলসিরাত’–এ রোশানের নায়িকা শবনম বুবলী এবং অনিরুদ্ধ রাসেল পরিচালিত ‘জামদানি’তে শিবা আলী খান।
এদিকে আগামী আগস্টে মুক্তির সম্ভাবনা রয়েছে চিত্রনায়ক সাইমন সাদিক-শবনম বুবলী অভিনীত ‘চাদর’ ছবিটি। প্রথম আলোকে ‘চাদর’ মুক্তির খবর গতকাল শনিবার দুপুরে নিশ্চিত করেছেন চিত্রনায়ক সাইমন। ছবিটি বানিয়েছেন জাকির হোসেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নিজস্ব অর্থায়নে ছবিটি তৈরি হয়েছে। এ ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর প্রযোজনায় ফেরে এফডিসি।
সোনালী বার্তা/এমএইচ