পুঠিয়ায় পাটখেতে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
রাজশাহী পুঠিয়া বেলপুকুরিয়া এলাকায় মোবাইল ফোনে ডেকে পাটখেতে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম রকি (২৮)। সে পুঠিয়া উপজেলার দোমাদী দক্ষিণপাড়া গ্রামের জাকারিয়ার ছেলে।
পুলিশ জানায়, দোমাদী গ্রামের ভুক্তভোগী কিশোরী আসামি রকির প্রতিবেশী। গত তিন সপ্তাহ যাবত আসামি ওই কিশোরীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল।
গত ১২ জুলাই সন্ধ্যা ৬টার দিকে আসামি মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে ভুক্তভোগী কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। এরপর সন্ধ্যা ৭ টায় বেলপুকুর থানার দোমাদী এলাকার দিয়াড় বিলের একটি পাটের ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, রোববার (১৪ জুলাই) সকাল ৭ টায় অভিযান পরিচালনা করে আসামি রকিকে বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। রোববার দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোনালী বার্তা/এমএইচ