ঢাকা প্রেস ক্লাবের সামনে দুই বাসে আগুন

জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার শাজাহান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তিনি জানাতে পারেননি।
কোটা সংস্কারের এক দফা দাবি, শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালের পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ হতে দেখা যায়।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের খবর পাওয়া গেছে।