বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানে ককটেল ও অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১২৬ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে  ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও ঢাকা মহানগর পুলিশের যৌথ অভিযান পরিচালনা করছেন । কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার এবং কার্যালয় থেকে ছাত্রদলের সাতজন নেতাকে আটক করার কথা জানান তারা।

এই অভিযানের নেতৃত্বে রয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন-অর-রশিদ। তিনি দাবি করে বলেন, ‘কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল ও দেশীয় অস্ত্রশস্ত্র ও ৫০০টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে।  ডিবির উপস্থিতি টের পেয়ে অনেকেই দৌড়ে পালিয়ে গেলেও সাত জনকে আটক করা হয়েছে।’
আটক নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদ করে তাদের কী পরিকল্পনা ছিল, বিস্তারিত জানার চেষ্টা চলছে’, বলেন মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান।

তিনি বলেন, ‘একটি গ্রুপ শুধু অর্থ ও অস্ত্র দিয়েই নয় বরং গুজব ছড়িয়ে আন্দোলনকে নানা দিকে ধাবিত করার চেষ্টা করছে। এর আগেও বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে অনেকে অপরাজনীতি করেছে, আমরা তাদের ছাড় দিইনি। কোটাবিরোধী আন্দোলন ঘিরেও যারা অপরাজনীতি করার চেষ্টা করবে, তাদেরও ছাড় দেবো না। যারা এই ধরনের কাজ করছে, তাদের নাম-নম্বর আমরা পেয়েছি। অচিরেই তাদের গ্রেফতার করা হবে।’

গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর অভিযান চালানো হয়। পুলিশের কাছে তথ্য ছিল, ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে বিএনপি নেতাকর্মীরা রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে নাশকতা চালাবে। এই তথ্যের ভিত্তিতে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হয়।

মঙ্গলবার রাত ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কার্যালয়টিতে প্রবেশ করেন বলে নিশ্চিত করে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর