বুধবার, ২৫ জুন ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

রোকেয়া হলে ছাত্রলীগের নেত্রীর কক্ষে হামলা

নিজস্ব প্রতিবেদক / ২৪০ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
ছবি সংগৃহীত

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা সমাবেশের পরে হলে ফিরে যান। হলে ফিরে তারা ছাত্রলীগ নেত্রী বর্ণালী ঘোষের রুমে ঢুকে ভাঙচুর চালান। এ সময় তাকে মারধর করে রুম থেকে বের করে দেয় তারা।

খবর পেয়ে হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন এগিয়ে আসেন। তারা ছাত্রলীগ নেত্রী বর্ণকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তাদের সঙ্গে ছিলেন হলের হাউস টিউটর।

তাদের দেখে সাধারণ শিক্ষার্থীরা তাদের ‘খুনি খুনি’ বলে দুয়োধনি দিতে থাকেন। এ সময় হলের বাইরে থেকে বিভিন্ন কাচ ভাঙার শব্দ পাওয়া যায়।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সোয়া ১১টার দিকে রোকেয়া হলে এ ঘটনা ঘটে।

বেগতিক পরিস্থিতি দেখে হলের প্রক্টর মাসুদুর রহমানের নেতৃত্বে কয়েকজন সহকারী প্রক্টর ওই হলের ভেতর প্রবেশ করেন। রাত সোয়া ১২টার দিকে আসিফা বিনতে হোসাইনসহ ছাত্রলীগের ১০ নেত্রীকে হল থেকে নিরাপদে সরিয়ে নেন তারা।

হল সূত্রে জানা যায়, উদ্ধার করে নিরাপদে নেওয়া ১০ ছাত্রলীগের মধ্যে ছিলেন হল শাখা ছাত্রলীগ সভাপতি আতিকা বিনতে হোসাইন, বর্ণালী ঘোষ বর্ণ, সামিহা মাহবুব, সাজিয়া রহমান, বিপর্ণা রায়, সাইফুন্নেসা ইলমি প্রমুখ।

এ বিষয়ে প্রক্টর ও সহকারী প্রক্টররা সংবাদমাধ্যমকে কিছু বলেনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিস্তারিত পরে জানাবেন বলে জানিয়েছেন তারা।

এ ঘটনার পর নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আল আমিনসহ চার পুলিশ সদস্যকে হলের বাইরে উপস্থিত থাকতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর