গাজীপুরে সাংবাদিকদের সাথে মহানগর মৎস্যজীবী লীগের মতবিনিময় সভা
গাজীপুরে সাংবাদিকদের সাথে দেশে চলমান শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে গাজীপুর মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আসাদুল কবীর। এসময় গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো: খাইরুল ইসলাম, দৈনিক সংবাদ পত্রিকায় মো: আতিকুর রহমান ।
সভায় বক্তারা দেশের চলমান শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে বর্তমান পরিস্থিতি বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিরা একত্রিত হয়ে এই কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝাচ্ছে। তাদের এই আন্দোলকে অন্যদিকে ধাবিত করতে নানা অপপ্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে ধারাবাহিক ভাবে গুজব ছড়াচ্ছে। এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আন্তর্জাতিক মহলের গভীর চক্রান্ত চলছে বলেও জানান তারা। বক্তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০১৮ সালের আন্দোলনে এই কোটা উঠিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ায়, সম্প্রতি এই বিষয়ে উচ্চ আদালত রায় দিলে সুপ্রিম কোর্ট ঐ রায় স্থগিত কেরে পুনরায় বহাল থাকে। আদালতের রায়ে বিষয়টি নিয়ে তাদের ধৈর্য্য ধারণ করার পরামর্শ দিয়েছেন তারা।
এসময় এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- গাজীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার গাজীপুর প্রতিনিধি আবিদ হোসেন বুলবুল, কোষাধ্যক্ষ ও দৈনিক আমার সংবাদ পত্রিকায় প্রতিনিধি আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ও সোনালী বার্তার প্রতিনিধি কাজী মো: মকবুল হোসেন, গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের সহ-সভাপতি হাজী শাহীন খান, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন নীরব পাশা, ডেইলি সান পত্রিকায় প্রতিনিধি আব্দুল মাজেদ, ডেইলি পোস্টের লিমা আক্তার, বাঙলার জাগরণ পত্রিকার মানিক সরকার প্রমুখ।
সোনালী বার্তা/এমএইচ