নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের প্রতি আওয়ামী লীগের জরুরি নির্দেশনা
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের প্রতি আওয়ামী লীগের জরুরি নির্দেশনা
বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে এ নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়, বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডাররা বিটিভি জ্বালিয়ে ভস্মীভূত করেছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণের ঘোষণা দিয়ে মরণ কামড় দিতে উদ্ধত হয়েছে।
এতে আরও বলা হয়, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার কঠোর নির্দেশনা দিয়েছেন।
এ অবস্থায় সারা দেশে আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাহসিকতার সঙ্গে এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করার নির্দেশনা প্রদান করা হলো।
এ মুহূর্তে আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিদের স্ব-উদ্যোগে প্রয়োজনীয় কর্মসূচি নিয়ে সতর্ক পাহারায় থাকার জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হলো।
সোনালী বার্তা/এমএইচ