সাভারে ফেব্রিকস গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
রাজধানীর সাভারের আশুলিয়ায় একটি ফেব্রিকস গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের সিনিয়র অফিসার শাহজাদী সুলতানা অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৭টা ১৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ইতোমধ্যে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোনালী বার্তা/এমএইচ