মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন

কোচবিহারকে নিয়ে পৃথক রাজ্য গড়ার দাবি বিজেপির অনন্ত মহারাজের

আন্তর্জাতিক ডেস্ক / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

কোচবিহারকে নিয়ে পৃথক রাজ্য গড়ার দাবি তুলেছেন বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য অনন্ত মহারাজ। গতকাল বুধবার ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এই দাবি তোলেন তিনি।

এদিকে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের আট জেলাকে আলাদা করে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে জুড়ে দেওয়ার দাবি করেছেন রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। গতকাল লোকসভা অধিবেশনে যোগ দিয়ে তিনি এ দাবি করেন। এমনকি তিনি তাঁর প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও জমা দিয়েছেন।

বিজেপির এই দুই নেতার এমন দাবির জেরে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, ‘বাংলা ভাগ হবে না। বাংলা থাকবে বাংলাতেই।’

অবশ্য অনন্ত মহারাজের দাবিকে গতকালই নাকচ করেছেন বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য ও রাজ্য (পশ্চিমবঙ্গ) মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, বিজেপি বাংলা ভাগের নীতিতে বিশ্বাসী নয়। বিজেপি ঐক্যবদ্ধ বাংলায় বিশ্বাসী।

কুনাল ঘোষের ভাষ্য, পশ্চিমবঙ্গে নির্বাচনে হারের পর বিজেপি এই মুহূর্তে হতাশার মধ্যে আছে। হতাশা থেকে তৈরি হওয়া অবসাদ কাটাতে তারা এখন এ ধরনের আজেবাজে কথা বলছে।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর