প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হবে: কাদের

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার (২৬ জুলাই) দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
সরকার শুরু থেকেই কোটা সংস্কারের দাবি ‘সমর্থন’ করে আসছিল জানিয়ে কাদের বলেন, আমরা তাদের (শিক্ষার্থীরা) ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছিলাম। আমরা সতর্ক করে আসছিলাম, এই আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামায়াত, ছাত্রদল-শিবির হত্যা-খুন-সন্ত্রাস ও লুটপাট-নাশকতা সৃষ্টি করতে পারে। সে আশঙ্কাই সত্য প্রমাণিত হয়েছে।
কাদের বলেন, আমরা বিশ্বাস করি কোনো সাধারণ শিক্ষার্থী এমন হত্যাকাণ্ড চালাতে পারে না। কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না। প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছি।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের ওপর দায় চাপানো হয়েছে। আমাদের কয়েক হাজার নেতাকর্মী ও পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করেছে। নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামানো।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
সোনালী বার্তা/এমএইচ