শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন

ফ্রান্সে অলিম্পিক উদ্বোধনের আগে রেল নেটওয়ার্কে ‘ব্যাপক হামলা

আন্তর্জাতিক ডেস্ক / ৬৫ Time View
Update : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমস উদ্বোধনের আগে দিয়ে দ্রুত-গতির টিজিভি রেল নেটওয়ার্কে ব্যাপক হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে নাশকতাকারীরা। ফ্রান্সের রাষ্ট্রীয় রেল কোম্পানি এসএনসিএফ বলছে, রেল ব্যবস্থাকে অচল করে দিতে ‘বিদ্বেষপূর্ণ তৎপরতা’ চালানো হয়েছে।

অগ্নিসংযোগকারীরা প্যারিসের সঙ্গে অন্যান্য নগরীর রেল সংযোগস্থলগুলোকে হামলার নিশানা করেছে। এতে বেশকিছু রেললাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। যাত্রীদেরকে ভ্রমণ বাতিল করতে হয়েছে এবং তাদেরকে রেলস্টেশনে আসতেও মানা করা হয়েছে।

ফ্রান্সের সংবাদমাধ্যম বিএফএমটিভি-তে রেল কোম্পানি এসএনসিএফ এর প্রেসিডেন্ট বলেছেন, ৮ লাখ যাত্রী দুর্ভোগে পড়েছে।

তিনি জানান, রেল নেটওয়ার্ককে অলিম্পিক গেমসের জন্য প্রস্তুত করা হয়েছিল। কিন্তু এখন এই নেটওয়ার্ক যত দ্রুত সম্ভব সচল করতে শত শত কর্মকর্তাকে কাজে লাগাতে হচ্ছে।

এসএনসিএফ বলছে, বৃহস্পতিবার রাতভর রেল নেটওয়ার্ককে অচল করে দিতে দফায় দফায় ব্যাপক হামলা হয়। প্যারিসের পশ্চিম, উত্তর এবং পূর্বে চলে যাওয়া টিজিভি রেল লাইনগুলোর তিনটি স্থলে আগুন জ্বলতে শুরু করে।

ইচ্ছাকৃতভাবেই রেললাইনে আগুন দেওয়া হয়। তবে দক্ষিণের একটি স্থানে অগ্নিসংযোগের চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে। এতে সেখানকার লাইনগুলো অক্ষত আছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা হামলার ঘটনাকে ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন।

এসএনসিএফ এক বিবৃতিতে জানিয়েছে, রেললাইনে ট্রেন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। ভিন্ন লাইন দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। তবে বহু ট্রেনযাত্রাই বাতিল করতে হবে। এ সপ্তাহান্তে পরিস্থিতি এমনই থাকবে।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর