ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। ডাম্বুলায় মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
এবারের টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল একদম যাচ্ছেতাই। শ্রীলঙ্কার বিপক্ষে একদম লড়াইই করতে পারেনি বাংলাদেশের মেয়েরা, হেরে যায় ৭ উইকেটে।
তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডকে হারায় ৭ উইকেটে। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না নিগার সুলতানাদের। সেই ম্যাচে ১১৪ রানের বিশাল জয়েই শেষ চারে পা রাখে টাইগ্রেসরা।
অন্যদিকে ভারত গ্রুপপর্বে তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে। প্রথম ম্যাচে তারা হারায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে, ৭ উইকেটে হেসেখেলে। পরের ম্যাচে আরব আমিরাতকে ৭৮ রান এবং শেষ ম্যাচে নেপালকে ৮২ রানের বড় ব্যবধানে উড়িয়েই সেমিতে এসেছে ভারত।
বাংলাদেশ একাদশ
দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইশমা তানজিম, রিতু মনি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, মারুফা আক্তার।
ভারতীয় একাদশ
শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, উমা ছেত্রী, হারমানপ্রিত কাউর (অধিনায়ক), জেমিমাহ রদ্রিগেজ, রিচা ঘোষ, দিপ্তি শর্মা, পুজা ভ্রাস্ত্রাকার, রাধা যাদব, তানুজা কানওয়ার, রেনুকা ঠাকুর।
সোনালী বার্তা/এমএইচ