এশিয়া কাপের মিশন শেষে দেশে ফিরেছে নারী ক্রিকেট দল

এশিয়া কাপের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনাল খেললেও, টুর্নামেন্টে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি দল। তবে এই ব্যর্থতা ভুলে আসন্ন নারী টি-২০ বিশ্বকাপে ভালো করতে আশাবাদী পেসার জাহানারা আলম।
ঘরের মাঠে গত নারী এশিয়া কাপের সেমিফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ। এবার লক্ষ্যটা ছিল সেমিফাইনাল। প্রাথমিক সেই লক্ষ্যে সফল টাইগ্রেসরা। তারপরও ফাইনালে উঠতে না পারার আক্ষেপ রয়েই গেছে।
বড় দলগুলোর সঙ্গে ব্যাটারদের ভরাডুবির দৃশ্যটা পুরোনো। এশিয়া কাপে ছোটো দলগুলোর বিপক্ষে ব্যাটাররা রান পেলেও, ভারত-শ্রীলংকা ম্যাচে রীতিমতো হতাশ করেছে তারা।
এশিয়া কাপের মিশ্র অভিজ্ঞতা নিয়েই অক্টোবরে ঘরের মাঠে আসন্ন টি-২০ বিশ্বকাপে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। এখন সম্পূর্ণ ফোকাস তাই বিশ্বকাপকে ঘিরেই।
ঘরের মাঠে হওয়ায় জ্যোতি-নাহিদাদের নিয়ে সবার প্রত্যাশাও বেশি। তবে জাহানারা জানালেন, বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ ধরেই আগাতে চান তারা৷
এশিয়া কাপের ব্যর্থতা ভুলে নারী ক্রিকেটাররা নিজেদের কতটা গুছিয়ে নিতে পারেন এখন সেটিরই দেখার অপেক্ষা।
সোনালী বার্তা/এমএইচ