দিনের শেষ সোনাটি জিতে সবার ওপরে জাপান
ফ্রান্স ও জাপান, দুই দেশেরই সুযোগ ছিল রোববার দিন শেষে পদক তালিকায় সবার ওপরে ওঠার। দিনের শেষ সোনার লড়াইয়ে যে মুখোমুখি হয়েছিল দুই দেশের প্রতিযোগী। ফেন্সিংয়ে পুরুষ ইপেই ব্যক্তিগত সোনার লড়াইয়ের সেই ম্যাচে শেষ হাসি হেসে জাপানকে শীর্ষে উঠিয়েছেন কোকি কানো। স্বাগতিক ফ্রান্সের ইয়ানিক বোরেলকে ১৫–৯ ব্যবধানে হারিয়েছেন কানো।
এবারের অলিম্পিকে জাপানের এটি চতুর্থ সোনা। চারটি সোনা জিতেছে অস্ট্রেলিয়াও। রুপা জয়েও সমান দুই দেশ। দুই দেশই জিতেছে ২টি রুপা। তবে জাপান এগিয়ে গেছে ব্রোঞ্জ জয়ে এগিয়ে থাকায়। ১টি ব্রোঞ্জ জাপানের, অস্ট্রেলিয়া জেতেনি একটিও।
সোনালী বার্তা/এমএইচ