শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

একই বাড়ির বউ হচ্ছেন বলিউডের দুই অভিনেত্রী!

বিনোদন প্রতিবেদক / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ও সাবেক বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। একজন স্টারকিড হওয়ার সুবাদে জন্মের পর থেকেই লাইমলাইটে। আরেকজন বিশ্বসুন্দরীর দৌড়ে জিতে ফিল্মি দুনিয়ায় পা রেখেছেন।

বলিউডে জাহ্নবীর পায়ের তলার মাটি শক্ত হলেও মানুষীর ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। সবে ক্যারিয়ার শুরু করেছেন তিনি। তবে এই দুই অভিনেত্রীই নাকি একই পরিবারের বউমা হতে চলেছেন। যা নিয়ে বলিউডে কানাঘোষা তুঙ্গে।

মুম্বাইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী কাপুরের প্রেম আর রাখঢাক নেই। বিটাউনের হাইপ্রোফাইল থেকে আম্বানিদের রেড কার্পেট সর্বত্র শিখরের হাত ধরে দেখা মেলে অভিনেত্রীর।

বাবা বনি কাপুরের পক্ষ থেকেও সবুজ সংকেত রয়েছে জাহ্নবী-শিখরের সম্পর্কে। তাদের রসায়ন মন কেড়েছে ভক্তদেরও।

অন্যদিকে পাহাড়িয়া ব্রাদার্স-এর আরেকজন বীরও কিন্তু বলিউডে কম পরিচিত নন। সম্প্রতি আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যে কজন অভিনেতা ২ কোটির হাতঘড়ি উপহার পেয়েছেন, বীর পাহাড়িয়া সেই তালিকায় শাহরুখ, সালমান, রণবীরদের পাশে রয়েছেন।

আর সেই বীর পাহাড়িয়ার নাকি মন মজেছে মানুষী চিল্লারের দিকে। ‘ডুবে ডুবে জল খাচ্ছেন’ তারা! আম্বানিদের বিয়েতেও জাহ্নবী-মানুষী একসঙ্গে পারফর্ম করেছেন। যদিও জাহ্নবী-শিখরের মতো তাদের রসায়ন এখনও চোখে পড়েনি, তবে সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে প্রেমের ইঙ্গিতই মিলেছে।

সমুদ্রের ধারে জাহ্নবী কাপুর বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন এবং নিজের ছবি তোলাচ্ছিলেন এক বন্ধুকে দিয়ে। সেখানেই মানুষী চিল্লারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল বীর পাহাড়িয়াকে।

অভিনেত্রী বীরের কাঁধে মাথা রেখে গল্প করছেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই বলিপাড়ায় নতুন গুঞ্জন, তাহলে কি একই বাড়ির বউমা হচ্ছেন জাহ্নবী কাপুর ও মানুষী চিল্লার? সেটা হয়তো এখন সময়ই বলে দেবে।

সোনালী বার্তা/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর